সরকারকেই বড় উদ্যোগ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের
২০২৫ সালের মধ্যে সরকারি সব স্থাপনা নির্মাণে পোড়ানো ইটের বিকল্পে যাবার নির্দেশনা এসেছে পরিবেশ মন্ত্রণালয় থেকে। পাশাপাশি, প্রায় চার হাজার অবৈধ ইটভাটা বন্ধে অভিযান চলছে। তবে, রাতারাতি দেশের সনাতনী ইটভাটা বন্ধ হলে প্রভাব পড়বে অবকাঠামো নির্মাণ ও কর্মসংস্থানে। এক্ষেত্রে, সরকার সমন্বয়হীনভাবে একক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন ইট প্রস্তুতকারী মালিক সমিতি। বিশেষজ্ঞদের পরামর্শ, যথাযথ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দূষণ বন্ধ করে আধুনিক ইটভাটা স্থাপনে বড় উদ্যোগ নিতে হবে সরকারকেই।