জিএসবি

অস্ট্রেলিয়ান কোম্পানির কাছে খনি ইজারা: মানতে হবে যে ২৮ শর্ত

হাজারও শ্রমজীবী মানুষের সহায়-সম্বল, সঞ্চয় সব ধুয়ে মুছে নিয়ে যুগ যুগ ধরে বেদনার উপাখ্যান রচনা করে চলেছে ব্রহ্মপুত্র নদ। সেই নদের গর্ভে ভারি খনিজ লুকিয়ে আছে কল্পনাও করেনি কেউ। বিশেষজ্ঞদের মতে, প্রতি বর্গকিলোমিটারে যেখানে আছে সাড়ে তিন হাজার কোটি টাকারও বেশি খনিজ। মহামূল্যবান সেসব খনিজ আহরণে এবার ৭৯৯ হেক্টর বালুচর ইজারা দিয়েছে সরকার।

উদ্যোগের অভাবে কাজে লাগছে না ভূগর্ভস্থ সম্ভাবনা

তেল-গ্যাস ছাড়াও বাংলাদেশের ভূগর্ভস্থ বালু ও বিভিন্ন উপাদানের সঙ্গে মিশ্রিত মজুত থাকা খনিজ সম্পদের মূল্য অন্তত দুই ট্রিলিয়ন ডলার। তবে, এসবের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের যথাযথ উদ্যোগের অভাবে কাজে লাগানো যাচ্ছে না কোনো সম্ভাবনা। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, জিএসবি'র এক সেমিনারে এই অবহেলার কথা স্বীকার করেন সংশ্লিষ্টরাও।