সরাইলে চাঁদা না পেয়ে বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চাঁদা না দেয়ায় হাজী নিয়ামত খাঁ (৮০) নামে এক বৃদ্ধের স-মিল ও জমি দখলে নেয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে মামলা করেও প্রতিকার পাচ্ছেন না ওই বৃদ্ধ। এছাড়া দখলের প্রতিবাদ করায় বৃদ্ধ ও তার পরিবারের সদস্যদের ভূমি-দস্যু চক্রটি মারধর করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। মূলত বৃদ্ধ হাজী নিয়ামত খাঁর ছেলেরা দীর্ঘদিন ধরে প্রবাসে থাকার সুযোগে তার জায়গা-জমিতে চোখ পড়ে স্থানীয় ভূমি-দস্যুদের।