হামজা ছাড়া দলে আর কোনো মানসম্পন্ন ফুটবলার নেই— মত এমিলির
প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে ড্র-তে কোচের দুর্বল পরিকল্পনা ও হামজা ছাড়া বাকি ফুটবলারদের দায়সারা খেলাকেই দুষলেন সাবেক ফুটবলার জাহিদ হোসেন এমিলি। হামজা ছাড়া দলে আর কোনো মানসম্পন্ন ফুটবলার নেই বলেও অভিমত তার। ভারত ম্যাচে জয় পেতে হামজা-শোমিতদের ওপর নির্ভরতা কমিয়ে বাকিদের থেকেও আক্রমণাত্মক ফুটবল দেখতে চান এমিলি।