জলবায়ুর নজিরবিহীন পরিবর্তনে তীব্র শীতের কবলে এশিয়া-ইউরোপ
জলবায়ুর নজিরবিহীন পরিবর্তনে তীব্র শীতের কবলে এশিয়া ও ইউরোপ। জাপানে দৈনিক তুষারপাতের পরিমাণ ছাড়িয়েছে ২ মিটার। উত্তর ইংল্যান্ডে রাতের তাপমাত্রা মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার পূর্বাভাস রয়েছে। ভারি তুষারপাতের কারণে বেলজিয়ামে জারি করা হয়েছে কোড ইয়েলো।