বাস বাড়লেও সংস্কারে অভাবে পরিধি বাড়েনি নথুল্লাবাদ টার্মিনালের
পদ্মা সেতু চালুর পর বরিশাল থেকে রাজধানী যাতায়াতকারী বাসের সংখ্যা বেড়েছে প্রায় তিন গুণ। তবে সে তুলনায় বাড়েনি নথুল্লাবাদ বাস টার্মিনালের পরিধি, হয়নি সংস্কার। এতে টার্মিনালে বাস পার্কিংয়ে নানা সমস্যায় পড়ছেন চালকরা। অন্যদিকে, জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে যাত্রী ওঠা-নামায় ভোগান্তির মাত্রাও বেড়েছে বহুগুণ। এমন পরিস্থিতিতে আধুনিক বাস টার্মিনালের দাবি যাত্রীদের। আর ট্রাফিক বিভাগ বলছে, জনবল বাড়িয়ে যানজট নিরসনে কাজ চলছে।