দ্বিতীয় দিনই ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ করে মামলা
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার দ্বিতীয় দিনই ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে। জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া বাতিল ইস্যুতে ২২ টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল করেছেন মামলা। পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। এদিকে, দ্বিতীয় দিনে চীন আর ইউরোপীয় ইউনিয়নের পণ্যে শুল্কারোপের আভাস দিয়েছেন তিনি। ঘোষণা দিয়েছেন, তার আমলেই যুক্তরাষ্ট্রে তৈরি হবে বিশ্বের সর্ববৃহৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি। শীর্ষ তিন প্রযুক্তি প্রতিষ্ঠান এতে বিনিয়োগ করবেন ৫০ হাজার কোটি ডলার।