নরসিংদী জনশক্তি ও কর্মসংস্থান অফিসে বাড়ছে দালালের দৌরাত্ম্য
নরসিংদীর জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সবখানেই দালাল ও বহিরাগতদের দৌরাত্ম্য। ভুক্তভোগীরা বলছেন, অফিসে প্রবেশ করার আগেই নিচে কয়েক ধাপে দালালের মুখোমুখি হতে হয়। দালালদের জন্য বাড়তি অর্থ যাচ্ছে সেবাগ্রহীতাদের।