টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক
ছয় ব্যাংককে ২২ হাজার ৫০০ কোটি টাকা সহায়তা
অবশেষে টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যেই সাড়ে ২২ হাজার কোটি টাকা ছাপিয়ে দুর্বল ৬টি ব্যাংককে দেয়া হয়েছে তারল্য সহায়তা। আজ (বৃহস্পতিবার, ২৮ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এছাড়া গ্রাহকের টাকা যে ব্যাংকেই থাকুক; তার সুরক্ষা নিশ্চিত করা হবে বলে জানান তিনি। তবে যা ছাপানো হয়েছে তা কয়েকদিনের মধ্যেই তুলে নেয়া হবে। এতে বাজারে ও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না বলে জানান গভর্নর।