পর্যাপ্ত সরবরাহ থাকলেও চালের দাম লাগামহীন
চড়া মূল্যস্ফীতির বাজারে চালের পর্যাপ্ত সরবরাহ থাকার পরও লাগাম নেই দামে। চালের দাম কমাতে আমদানিসহ সরকারের নানামুখী উদ্যোগের পরও মিলছে না সুফল। জাতভেদে প্রতি কেজিতে ২ থেকে ১২ টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে বাজারে। ক্রেতাদের দাবি, সিন্ডিকেট করে মজুত করায় ভরা মৌসুমেও বাড়ছে দাম।