চোরাচালানকারী
চোরাচালানের সক্রিয় রুট কুমিল্লা: ভারতীয় আতশবাজি ও অস্ত্রে বাড়ছে উদ্বেগ

চোরাচালানের সক্রিয় রুট কুমিল্লা: ভারতীয় আতশবাজি ও অস্ত্রে বাড়ছে উদ্বেগ

কুমিল্লার ১০৬ কিলোমিটার সীমান্ত এখন চোরাচালানকারীদের সক্রিয় রুটে পরিণত হয়েছে। ভারতীয় আতশবাজি ও অস্ত্রের অনুপ্রবেশ বেড়েছে উদ্বেগজনক হারে। রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনি হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে চোরাচালানও হয়ে উঠেছে আরও সংগঠিত ও আক্রমণাত্মক। সাশ্রয়ী ও নিরাপদ বাহন ট্রেন ব্যবহার করে চোরাই মালামাল ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। চলতি বছর এ সীমান্তেই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিজিবি জব্দ করেছে প্রায় ২৪ কোটি টাকার আতশবাজিই। সীমান্তের নিরাপত্তায় আরও কঠোর নজরদারির তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।