ট্রাম্পের জয়-কামালার পরাজয়ে বড় ভূমিকা রেখেছে মধ্যপ্রাচ্য ইস্যু?
ট্রাম্পের ঐতিহাসিক প্রত্যাবর্তন, তার নিরঙ্কুশ জয়ের কারণ নিয়ে চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত হয়ে আছে নানা মহল। চলছে কামালার পরাজয়ের ময়নাতদন্তও। অনেকেই বলছেন, ট্রাম্পের জয় কিংবা কামালার পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মধ্যপ্রাচ্য ইস্যু। অন্যদিকে অর্থনীতিতে ক্রমেই ডেমোক্র্যাটদের ওপর থেকে মার্কিনরা আস্থা হারিয়ে ফেলেছিলেন বলেও মনে করছেন অনেকে।