শীতকালীন সবজির ভরা মৌসুম বাজারে, উঠেছে খেজুরের গুড়
শীতকালীন সবজির ভরা মৌসুম বাজারে। সে কারণে দামও নাগালের মধ্যে। দাম বাড়েনি চাষের মাছের। স্বস্তি বলতে এইটুকুই। বাকিসবই বিশেষ করে ভোজ্যতেল, আলু-বেশিপেঁয়াজ, নদীর মাছ সবই কিনতে হচ্ছে চড়া দামে। বাজারে উঠেছে শীতের অনুষঙ্গ খেজুরের রসের গুড়।