মরুর বুকে, এ যেন এক খণ্ড চট্টগ্রাম। চট্টগ্রাম সমিতি রিয়াদের আয়োজনে, জনদরিয়া নাওয়ারাজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেলো ঐতিহ্যবাহী চাটগাইয়া মেজ্জান ও চট্টগ্রামবাসী বা চাটগাবাসীর মিলনমেলা।