‘রাশিয়ার কাছে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যথেষ্ট মজুদ রয়েছে’
যে নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা করা হয়েছে, সেই মিসাইল বিশ্বের অন্য কোনো দেশের কাছে নেই। তাই এটি ভূপাতিত করার প্রযুক্তিগত সক্ষমতা কোনো দেশেরই নেই। শব্দের চেয়ে ১০ গুণ দ্রুতগতির এই মিসাইলের রেঞ্জ ৫ হাজার কিলোমিটার পর্যন্ত। ইউক্রেনে মিসাইল পরীক্ষা করে এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ভবিষ্যতে আরও পরীক্ষা করা হবে এই ক্ষেপণাস্ত্র। সামরিক বিশ্লেষকরা বলছেন, নতুন এই ক্ষেপণাস্ত্র দিয়ে পুরো ইউরোপের যেকোনো স্থানে হামলা করা সম্ভব।