কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের দাবিতে এবার সোচ্চার হয়েছে বিরোধীরা। লিবারেল পার্টির পদ থেকেও সরে দাঁড়ানোর দাবিও উঠেছে নিজ দল থেকে। পার্লামেন্টের চলতি অধিবেশনের শেষদিনে শুল্কনীতি, বাজেট ঘাটতি ও উপ-প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘটনায় তোপের মুখে পড়েন ট্রুডো। এদিকে, ট্রাম্পের কঠোর শুল্কনীতির হুমকির পর নতুন সীমান্ত নীতি ঘোষণা করেছে কানাডা। আর এসব ঘটনাকে পারিবারিক কলহের সঙ্গে তুলনা করেছে দেশটির এক সময়ের জনপ্রিয় প্রধানমন্ত্রী ট্রুডো।