চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শুরু হচ্ছে বাণিজ্যিক চলাচল
যানজট কমার পাশাপাশি রাজস্ব আয়ের প্রত্যাশা
পরীক্ষামূলকভাবে যান চলাচলের চার মাস পর চট্টগ্রাম নগরের প্রথম এলিভেটেডে এক্সপ্রেসওয়েতে ১৯ ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে চলাচল শুরু হচ্ছে। ওই দিন থেকে চলতে হবে টোল দিয়ে। তবে অধিকাংশ র্যাম্পের কাজ এখনো শেষ হয়নি। তাই ব্যবহার করা যাবে না এক্সপ্রেসওয়েতে উঠানামার সব পথ। পুরোদমে চালু হলে নগরের যানজট কমার পাশাপাশি বিপুল রাজস্ব আয়ের প্রত্যাশা কর্তৃপক্ষের।