গাজার জলসীমায় পৌঁছেছে ফ্রিডম ফ্লোটিলার একটি নৌযান
গাজাবাসীর জন্য ত্রাণসামগ্রী বহনকারী নৌকার বহর গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলার (জিএসএফ) একটি নৌযান গাজার জলসীমায় পৌঁছেছে। মাইকেনো নামের ওই নৌযানটি দখলদার ইসরাইলের কঠোর নজরদারি উপেক্ষা করে গাজার জলসীমায় প্রবেশ করতে সক্ষম হয়েছে। একইসঙ্গে গাজা অভিমুখে রয়েছে আরও অন্তত ২৬টি নৌযান। সবগুলো নৌযান গাজার উপকূলের দিকে যাত্রা করেছে।