গ্লোবাল ইন্স্যুরেন্স শেয়ার কারসাজি: অভিযুক্ত ব্যক্তিদের ২৫ লাখ টাকা জরিমানা
পুঁজিবাজারের নারী বিনিয়োগকারী রোকসানা আমজাদ ও তার সহযোগীদের বিরুদ্ধে কারসাজি করে গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে বিপুল পরিমাণ মুনাফা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে কারসাজি ও প্রতারণার মাধ্যমে গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজি করার অপরাধ তদন্তে প্রমাণিত হওয়ায় রোকসানা ও তার স্বামী এবং অন্যান্যদের ২৫ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।