৮৮ বছর বয়সে ৪২ কিলোমিটার দৌড়!
৮৮ বছর বয়সে দৌড়ে বিশ্বকে তাক লাগিয়েছেন গ্রিসের প্লাউটার্কাস। বিখ্যাত গ্রিক ম্যারাথনের ১২তম আসরে ৪২ দশমিক ১৯৫ কিলোমিটার দূরত্ব গেলবারের চেয়ে ১৮ মিনিট আগেই শেষ করেছেন এই দৌড়বিদ। অসাধারণ জীবন আদর্শে চলা এই বৃদ্ধ হয়েছে তরুণদের পথপ্রদর্শকও। ৮৮ বছরের এই অসাধারণ দৌড়বিদের বাকি গল্প জানা যাবে আজকের এই প্রতিবেদনে।