খরা অঞ্চলে খামার, বর্জ্য থেকে গ্যাস-বিদ্যুৎ; কোপ সম্মেলনে ডাক পেলেন দম্পতি
খরা অঞ্চলে খামার গড়ে তাক লাগিয়ে দিয়েছেন এক কৃষক দম্পতি। খামারের বর্জ্য দিয়েই উৎপন্ন হচ্ছে বিদ্যুৎ ও গ্যাস। দম্পতির প্রত্যাশা, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আগামী প্রজন্মকে আশার আলো দেখাবে তাদের এ মডেল। এদিকে নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া কোপ সম্মেলনে আমন্ত্রণ পেয়েছেন তারা। এর আগেও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সংস্থার স্বীকৃতি পেয়েছে খামারটি।