তিন ভাঁজে ১০ ইঞ্চি ডিসপ্লে, স্যামসাং গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড ফোনের ফিচারে কী আছে
ভাঁজযোগ্য স্মার্টফোনের (Foldable Smartphone) বাজারে রাজত্ব ধরে রাখতে নতুন চমক নিয়ে এলো টেক জায়ান্ট স্যামসাং। দক্ষিণ কোরিয়ার সিউলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে উন্মোচন করা হলো প্রতিষ্ঠানটির প্রথম মাল্টি-ফোল্ডিং স্মার্টফোন ‘গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড’ (Samsung Galaxy Z Tri-Fold)। অত্যাধুনিক এই ফোনটি একই সাথে ট্যাব এবং ফোনের অভিজ্ঞতা দেবে ব্যবহারকারীদের।