গোমতী সেতুর গার্ডার-অ্যাবাটমেন্টে চুরি; নিরাপত্তা জোরদারের দাবি যাত্রীদের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে বলা হয় জাতীয় অর্থনীতির লাইফ লাইন। এ মহাসড়কে ১ হাজার ৪০০ মিটারের বেশি লম্বা গোমতী সেতুর গার্ডার ও অ্যাবাটমেন্টের নাট বল্টু চুরি হলে যানবাহন চলাচলে অস্বাভাবিক কম্পনের সৃষ্টি হয়। পুরাতন সেতুটি বন্ধ রেখে কারিগরি ত্রুটি সমাধানে কাজ শুরু করেছে বিশেষজ্ঞ প্রকৌশলী দল। সেতুটির নিরাপত্তা বাড়ানোর দাবি যাত্রী সাধারণের।