নির্বিঘ্নে বড়দিন উদযাপন করেছেন সিরিয়ার খ্রিষ্টানরা
বিচ্ছিন্ন ঘটনা বাদে নতুন সিরিয়ায় এবার নির্বিঘ্নে বড়দিন উদযাপন করেছেন খ্রিস্ট সম্প্রদায়। গির্জায় প্রার্থনার পাশাপাশি স্থানীয় ক্লাব ও বারে ছিল নানা আয়োজন। তবে বন্দরনগরী তারতৌসে আসাদপন্থিদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে ১৪ সেনাসহ নিহত কমপক্ষে ১৭ জন। মধ্যাঞ্চলীয় শহর হোমসে পুরোনো ভিডিও ছড়িয়ে আন্দোলন উসকে দিয়েছে আসাদপন্থিরা। এদিকে অস্ত্র ফেলে না দিলে কুর্দিদের অস্ত্রসহ কবর দেয়ার হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান।