গুম-খুন-ও-অপহরণ

রাষ্ট্রীয় মদদেই আওয়ামী শাসনামলে গুম-খুনের অন্ধকার অধ্যায় তৈরি হয়েছিল

দৃষ্টান্তমূলক শাস্তি চান মানবাধিকার কর্মীরা

রাষ্ট্রীয় মদদে গুম-খুন ও অপহরণের অন্ধকার অধ্যায় তৈরি হয়েছিল গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের আমলে। ক্ষমতাকে কুক্ষিগত করতে শেখ হাসিনার নির্দেশেই এসব মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনে জমা পড়েছে প্রায় ১৮শ' অভিযোগ। কমিশন বলছে, গুম করে বাংলাদেশিদের চালান দেয়া হয়েছে ভারতের কারাগারে। নিরাপদ বাংলাদেশ তৈরিতে নজিরবিহীন এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি চান মানবাধিকার কর্মীরা।