চট্টগ্রামে নানা আয়োজনে পালিত গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব। 'মিসি সালজং' বা শস্য দেবতাকে ধন্যবাদ জানিয়ে নতুন ফসল খাওয়ার অনুমতি পেতে এই উৎসবের আয়োজন, যা ঘিরে উৎসবে রঙ্গিন হয় চট্টগ্রামের পাথরঘাটা গির্জা।