চোখ উপড়ে অটোরিকশা ছিনতাই করা ‘গামছা গ্যাংয়ের’ রহস্য উন্মোচন
চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালক সাজ্জাদ (২২) হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে গিয়ে ভয়াবহ এক অপরাধচক্রের সন্ধান পেয়েছে পুলিশ। ‘গামছা গ্যাং’ নামে পরিচিত এ সংঘবদ্ধ চক্রের সদস্যরা শুধু ছিনতাই নয়, হত্যাকাণ্ডের সময় চোখ উপড়ে ফেলার মতো নৃশংস কাজেও জড়িত বলে বেরিয়ে এসেছে তদন্তে।