নির্মাণ অসম্পূর্ণ, কাজ শুরুর একযুগ পর ১০টি বাস নামছে বিআরটি প্রকল্পে
কাজ শুরুর একযুগ পর ১০টি বাস নামছে বিআরটি প্রকল্পে। নির্মাণ অসম্পূর্ণ রেখেই চালু হচ্ছে শিববাড়ি-বিমানবন্দর-গুলিস্তান রুট। যদিও দাবি করা হচ্ছে কাজের ৯৮ শতাংশ শেষ। বাস্তবে ফ্লাইওভার, স্টেশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্মাণ শেষ হয়নি। এমন দায়সারা কাজে কোনোভাবেই প্রকল্পের উদ্দেশ্য পূরণ হবে না বলেই মত যোগাযোগ বিশেষজ্ঞদের।