জুলাই সনদ কোনো রাজনৈতিক দলের মেনোফেষ্টো নয়: আলী রীয়াজ
জুলাই জাতীয় সনদ কোনো রাজনৈতিক দলের মেনোফেষ্টো নয়— এটি বাস্তবায়ন, রাষ্ট্রকে স্বচ্ছ করবে বলে মন্তব্য করেছেন গণভোট প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ। আজ (সোমবার, ১২ জানুয়ারি) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) অডিটোরিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিভাগীয় মতবিনিময় সভায় তিনি কথা বলেন।