গণতান্ত্রিক-শাসন-ব্যবস্থা

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে বিএনপি-জামায়াতের রিভিউ আবেদনের শুনানি ১৭ নভেম্বর

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে বিএনপি-জামায়াতসহ তিনটি রিভিউ আবেদনের শুনানির দিন ১৭ নভেম্বর ধার্য করেছেন আপিল বিভাগ। আজ (বৃহস্পতিবার, ২৪ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন। আইনজীবীরা বলেন, দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প নেই। অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানান, অন্তর্বর্তী সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে স্পষ্ট ধারণার জন্য সর্বোচ্চ আদালতের রায়ের জন্য অপেক্ষা করতে হবে।