শেখ হাসিনার সঙ্গে সুসম্পর্কই কি ভারতের মাথাব্যথার কারণ!
বাংলাদেশ-ভারতের কূটনীতি বহুপাক্ষিক হলেও, গত ১৫ বছরে এ সম্পর্ক রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের কিংবা সরকারের সঙ্গে সরকারের ছিল না। বিশেষজ্ঞ মত বলছে, দুই দেশের কূটনীতি পরিণত হয়েছিল এক দেশের ক্ষমতাসীন দলের সঙ্গে অপর দেশের ক্ষমতাসীন দলের সম্পর্কে। যে কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সুসম্পর্ক মাথাব্যথার কারণ হয়ে গেছে ভারত সরকারের জন্য। এর প্রভাবে দ্বন্দ্ব দৃশ্যমান হয়ে উঠছে প্রতিবেশী দুই দেশের সাধারণ মানুষের মধ্যেও।