হিমালয় কন্যা নেপাল, যার প্রতিটি পরতে পরতে কেবলই মুগ্ধতা আর স্নিগ্ধতার ছাপ। গৌতম বুদ্ধের জন্মস্থান বলেই কিনা, প্রকৃতি দু’হাত ভরে দিয়েছে ছোট্ট এই দেশটিকে, সে উত্তর হয়তো সৃষ্টিকর্তাই ভালো জানেন।