চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে অস্ত্র হাতে আধিপত্যের মহড়া, ৫ মাসে ৩৩ সংঘর্ষে ৩টি খুন
চট্টগ্রামের রাউজানে হাতে হাতে অস্ত্র, ফিল্মি কায়দায় চলছে আধিপত্যের মহড়া, সংঘর্ষ, খুনখারাবি। গত ৫ মাসে ৩৩টি সংঘর্ষের ঘটনা একটি উপজেলায়। খুন হয়েছেন অন্তত ৩ জন। সম্প্রতি প্রকাশ্যে দিনে দুপুরে গুলি করে খুন করা হয় ব্যবসায়ীকে। একের পর এক ঘটনা আর অস্ত্রের ঝনঝনানিতে আতঙ্কিত এ জনপদের মানুষ। ৫ আগস্টের আগে এ উপজেলায় একক আধিপত্য ছিল সাবেক এম পি ফজলে করিমের, সে স্থান দখলে নিতেই সংঘর্ষে জড়াচ্ছে একাধিক গ্রুপ।