একীভূত হচ্ছে অ্যান্ড্রয়েড–ক্রোম; নতুন ‘অ্যালুমিনিয়াম ওএস’ নিয়ে বিশ্লেষকদের শঙ্কা
অ্যান্ড্রয়েড ও ক্রোম ওএসকে একীভূত করে একটি নতুন ডেস্কটপ অপারেটিং সিস্টেম তৈরির পথে হাঁটছে গুগল। প্রাথমিকভাবে যার নাম দেয়া হয়েছে ‘অ্যালুমিনিয়াম ওএস’। তবে সম্প্রতি ইন্টারনেটে ফাঁস হওয়া একটি বাগ রিপোর্টের স্ক্রিন রেকর্ডিং ঘিরে প্রযুক্তি বিশ্লেষকদের মধ্যে একাধিক উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি অ্যান্ড্রয়েড অথোরিটির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।