বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হলো জাতীয় স্টেডিয়াম। আজ (শনিবার, ১৫ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেন ক্রীড়া সচিব আমিনুল ইসলাম। দেশের ঐতিহাসিক এই স্টেডিয়ামের পেছনে আছে বেশ কিছু প্রেক্ষাপট। ১৯৫৪ থেকে ১৯৭১ কিংবা ২০০০ সাল পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ অনেক ইতিহাসের সাক্ষী এই স্টেডিয়াম।