সীমারেখা টানা নেই তবুও মাঠেই যেন শেষ ক্রীড়া উন্মাদনা। ক্রীড়াঙ্গনে নানাবিধ গল্প অথচ বইমেলায় ক্রীড়া সংশ্লিষ্ট বই খুঁজতে চালাতে হয় চিরুনি তল্লাশি। লেখক-ক্রেতা আর পৃষ্ঠপোষকতার অভাবে ক্রীড়াঙ্গন সম্পর্কিত বই বিক্রি বেহাল।