করোনা মহামারির সময় যোগাযোগের দুনিয়ায় জনপ্রিয় ও নির্ভরযোগ্য ভার্চুয়াল প্লাটফর্ম হয়ে ওঠে ‘জুম’। করপোরেট মিটিং থেকে শুরু করে ভার্চুয়াল ক্লাসরুম- জুমের ব্যবহার চোখে পড়েছে সর্বত্র। করোনার প্রাদুর্ভাব কমতে শুরু করায় ধীরে ধীরে কর্মস্থলে ফিরতে শুরু করে মানুষ। কমে যায় ভার্চুয়াল মিটিং ও জুমের ব্যবহার। তখন থেকেই গুঞ্জন ওঠে তাহলে কী ফুরিয়ে গেছে জুমের মতো ভার্চুয়াল মিটিং প্লাটফর্মের চাহিদা?