জার্মানির কোলন কার্নিভাল: জাঁকজমকপূর্ণ আয়োজনে কয়েকশো মানুষের অংশগ্রহণ
ইউরোপ থেকে আমেরিকা, দেশে দেশে কার্নিভালের মৌসুম। জার্মানির কোলনে বাহারি সাজপোশাক আর বর্ণিল কুচকাওয়াজ ছিল সপ্তাহব্যাপী উৎসবের প্রাণ। সুদূর বলিভিয়ায় ঐতিহ্যের প্রতীক ফলের আদলে ভাঁড়ের সাজে মিছিল করেন কয়েকশো মানুষ। কোলন কার্নিভালের এ আয়োজন মুগ্ধ করে দর্শনার্থীদের।