টাঙ্গাইলে অবহেলা অনাদরে হারাচ্ছে আচিক ভাষা
টাঙ্গাইলে বংশপরম্পরায় বসবাস করে বেশকয়েকটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী। প্রত্যেকেরই রয়েছে আলাদা আলাদা মাতৃভাষা। এরইমধ্যে রাজবংশী ও বানাই ভাষা বিলুপ্ত হয়েছে। বিলুপ্ত প্রায় কোচ ভাষা। তবে আচিক ভাষা কিছুটা টিকে থাকলেও গবেষকরা বলছেন অবহেলা অনাদরে হারাতে বসেছে এই ভাষাটিও।