হবিগঞ্জের ব্যাংকিং খাতে তৈরি হয়েছে অর্থ সংকট। ব্যাংকে জমানো অর্থ তুলতে এসে খালি হাতে ফিরতে হচ্ছে আমানতকারীদের। মফস্বল শহরে শাখাগুলোতে এমন তারল্য সংকটের প্রভাব পড়ছে স্থানীয় অর্থনীতিতে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকের ভুল ব্যবস্থাপনা, মফস্বল থেকে কেন্দ্রীয় শাখায় অর্থ স্থানান্তর এবং আঞ্চলিক ঋণ বিতরণে অনাগ্রহের কারণেই এমন ভঙ্গুর অবস্থা তৈরি করেছে।