ব্ল্যাক ফ্রাইডের মধ্য দিয়ে শুরু হলো বড়দিনের কেনাকাটা
ব্ল্যাক ফ্রাইডের মধ্য দিয়ে শুরু হলো বড়দিনের কেনাকাটার মৌসুম। মাঝের ২৬ দিনে কেমন বিক্রি হবে, সেটাই বলে দেবে ব্ল্যাক ফ্রাইডে-বলছেন বিক্রেতারা। বিশাল মূল্যছাড়ে পছন্দের পণ্য কিনতে দোকান খোলার আগেই লম্বা ভিড়; যদিও এ বছর ভিড় অনেকটা কম, বলছেন ক্রেতারা।