সরকারি হিমাগারের অভাবে বাধাগ্রস্ত হচ্ছে নওগাঁর আলু সংরক্ষণ
নওগাঁ কৃষি প্রধান জেলা হলেও নেই সরকারি কোনো হিমাগার। বেসরকারি যে কয়েকটি হিমাগার রয়েছে সেটাও জেলার জন্য পর্যাপ্ত নয়। সরকারিভাবে হিমাগার নির্মাণ হলে কৃষকদের জন্য সুবিধা হবে আলু সংরক্ষণে। এতে মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ম্য কমবে। ভাল দাম পেয়ে লাভবান হবেন কৃষকরা।