নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন শুরু করেছে বাপেক্স
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর গ্রামে নতুন গ্যাস কূপের সন্ধান মিলেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এই নতুন কূপ খনন শুরু করেছে। ১২০ দিনের মধ্যে খননকাজ শেষ হলে এখানকার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে প্রত্যাশা প্রকল্প সংশ্লিষ্টদের।
মার্চের শুরুতে মিলতে পারে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস
দেশের গ্যাস সংকট মোকাবিলায় জ্বালানির উৎস অনুসন্ধানে কাজ করছে সরকার। যার অংশ হিসেবে ২০২৩-২৪ সালের মধ্যে ২৫টি কূপ অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভার কূপ খননের পরিকল্পনা নিয়েছে বাপেক্স।
জ্বালানিতে ২ বছরে বাড়তি ব্যয় ১১ বিলিয়ন ডলার
এলএনজি আমদানিসহ জ্বালানি চাহিদা মেটাতে গত দুই বছরে ১১ বিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয় হয়েছে সরকারের। কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যথাযথ পদক্ষেপের অভাবে গ্যাসের উত্তোলন বাড়ানো যায়নি। এ অবস্থায় নিজস্ব উত্তোলন বাড়িয়ে পরিস্থিতি সামাল দিতে চায় সরকার। নতুন করে খনন করা হবে আরও ১০০টি কূপ।