ট্রাম্পের সঙ্গে পুতিনের কোনো আলোচনা হয়নি, দাবি ক্রেমলিনের
ইউক্রেনে যুদ্ধ বন্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কোনো আলোচনাই হয়নি। এমন দাবি করেছে ক্রেমলিন। এর পরপরই পরস্পরকে সামরিক সহায়তা দিতে সমঝোতা চুক্তি করেছে উত্তর কোরিয়া আর রাশিয়া। এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করেছেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামতে কুরস্কে অবস্থান নিয়েছেন অর্ধলক্ষ সেনা। এরমধ্যে ট্রাম্পের বিজয় যেন জেলেনস্কি প্রশাসনের জন্য মরার ওপর খাড়ার ঘা। ইউক্রেনের সামরিক সহায়তার ভবিষ্যত নির্ধারণে বাইডেন প্রশাসন সময় পাচ্ছেন মাত্র দুই মাস।