কুমিল্লায় কারাগারের সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে দুই সরকারি দপ্তরের প্রকাশ্য দ্বন্দ্ব
কুমিল্লায় জেলা কারাগারের সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে দুই সরকারি দপ্তরের মাঝে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। এ নিয়ে কারা কর্তৃপক্ষ ও সিটি করপোরেশনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে প্রকাশ্যে মতবিরোধ দেখা দিয়েছে। নগরবাসীর অভিযোগ, সড়কের পাশে দেয়াল নির্মাণ হলে চলাচলে মারাত্মক ভোগান্তি সৃষ্টি হবে। আর সিটি করপোরেশন বলছে, সংকট এড়াতে পুরো বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে।