মেইতেই সম্প্রদায়ের ছয়জনকে অপহরণের পাঁচদিনের মাথায় তিনজনের মরদেহ উদ্ধারের পর আবারও উত্তপ্ত হয়েছে মণিপুর। এতে কুকি-মেইতেই গোষ্ঠীর মধ্যে আবারও বড় ধরনের সংঘর্ষের শঙ্কা করছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যের ছয়টি থানায় সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন চালুর নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এতে ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।