নরেন্দ্র মোদীর সব নীতির বিরুদ্ধেই ভোট দিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের জনগণ। এই উপত্যকার ভাঙন মেনে নিতে পারেনি কাশ্মীরবাসী। মুসলমানদের ভোট কাড়তেও ব্যর্থ হয় বিজেপি। ব্যাপক ভরাডুবি হয়েছে বিজেপির সঙ্গে জোটবদ্ধ হওয়া মেহবুবা মুফতির দলের। এদিকে জম্মু-কাশ্মীরের অখণ্ডতার প্রতিশ্রুতি দিয়ে জয়ী হয়েছে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট। তবে প্রশ্ন উঠছে কাশ্মীরকে কেন্দ্র থেকে তারা মুক্ত করতে পারবে কিনা। কাশ্মীরবাসীর দাবি কতটুকু পূরণ করতে পারবে এই জোট।