মাংসের বিকল্প গিলা-কলিজা, আস্ত মাছ বদলে কিনছেন কাটা মাছ
মাংসের বিকল্প গিলা-কলিজা, আস্ত মাছ বদলে কিনছেন কাটা মাছ। দ্রব্যমূল্যের দুরন্ত গতির ঝাপটায় যেন দিশেহারা ক্রেতা। মূল্যস্ফীতির সূচক যখন ঊর্ধ্বমুখী তখন ছোট হয়ে আসে বাজারের ফর্দ। হিসাবের খাতা থেকে বাদ পড়তে থাকে শৌখিন-বিলাসবহুল পণ্য। ধীরে ধীরে হালকা হতে শুরু করে বাজারের ব্যাগ।