চলমান পরিস্থিতিতে খাতুনগঞ্জ বাজারে নষ্ট হচ্ছে কাঁচাপণ্য
এখনও জমেনি দেশের ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জ। প্রতিটি আড়তে পণ্যের স্তূপ। কিছু কাঁচাপণ্যে ধরেছে পচন। ব্যবসায়ীরা বলছেন, চলমান পরিস্থিতির খেটে খাওয়া মানুষের আয় রোজগার কমার প্রভাব পড়েছে বাজারে। এদিকে ব্যাংকিং লেনদেন এখনও স্বাভাবিক না হওয়ায় বিরূপ প্রভাব পড়ছে বলে দাবি ব্যবসায়ীদের।