কর্তৃত্ববাদের শিকল ছিঁড়তে গিয়ে ঘরে ফেরেনি ৮৯ শিশু-কিশোর
কর্তৃত্ববাদের শিকল ছিঁড়তে গিয়ে ঘরে ফেরেনি অন্তত ৮৯ জন শিশু ও কিশোর। পরিবারগুলো এখনো কাটিয়ে উঠতে পারেনি সন্তান হারানোর শোক। যে সন্তান মাতিয়ে রাখতো পরিবারের সবাইকে, সে আজ আর নেই। কখনো ফিরবে না, এ যেন মানতে পারছে না ১ দফা আন্দোলনে শহিদ হওয়া সন্তানের পিতামাতারা। রাষ্ট্রের কাছে কেবল চাওয়া, সুষ্ঠু বিচার।